Previous Next

গভঃ স্টাফ কোয়ার্টারে NPOLY- গ্রুপ কর্তৃক দিন ব্যাপী প্লাস্টিকের গৃহস্থলী ও ফার্নিচার সামগ্রীর ‘‘প্রদর্শনী মেলা’’-র আয়োজন করা হয়

অদ্য ৮ অক্টোবর, ২০১৬-খিলগাঁও গভঃ স্টাফ  কোয়ার্টারে NPOLY- গ্রুপ কর্তৃক দিনব্যাপী প্লাস্টিকের গৃহস্থালী ও ফার্নিচার সামগ্রীর ‘‘প্রদর্শনী মেলা’’-র আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিশু ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্হা করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্হানীয় পরিবেশকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে NPOLY- গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর- শেখ মোরশেদুল ইসলাম ও জেনারেল ম্যানেজার- মাহমুদুল ইসলাম শামীম, উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।