Previous Next

গ্রামীন-নগরীয় আবাসনঃ বাস্তবতা ও করনীয়-শীর্ষক সেমিনার ও মুক্ত আকাশ সম্মাননা ২০১৬” তে অংশগ্রহণ

Print

১০, নভেম্বর, ২০১৬ তারিখে, ন্যাশনাল পলিমার, বিপিইআরবি ও মুক্ত আকাশ এর যৌথ প্রযোজনায় আয়োজিত “গ্রামীন-নগরীয় আবাসনঃ বাস্তবতা ও করনীয়-শীর্ষক সেমিনার ও মুক্ত আকাশ সম্মাননা ২০১৬” তে অংশগ্রহণ করে বাংলাদেশের সকল অভিজ্ঞ, দক্ষ ও সম্মানিত প্রকৌশলীদেরকে শুভেছা জানিয়েছে এবং ‘মুক্ত আকাশ’ মাসিক ম্যাগাজিন দেশের বৃহত্তম ও স্বনামধন্য প্রতিষ্ঠান “ন্যাশনাল পলিমার গ্রুপ”কে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।